You are currently viewing ৭ম শ্রেণি- সেশন-৩: ‘শর্টকার্ট-কী’ ও এর ব্যবহার

৭ম শ্রেণি- সেশন-৩: ‘শর্টকার্ট-কী’ ও এর ব্যবহার

কম্পিউটার ব্যবহার করে কোন একটি কাজ করতে পারা বেশ মজার, তাই না? আমাদের সমস্যাগুলো একসঙ্গে করার কাজটি আমরা খাতায় কিংবা বোর্ডে লিখেও করতে পারতাম কিন্তু এই সুযোগে আমাদের কম্পিউটারে কাজ করা শিখা হয়ে গেল। আমাদের ভবিষ্যতের সব কাজ কিন্তু কম্পিউটার ব্যবহার করেই করতে হবে, তাই এখন থেকেই একটু একটু শেখা হলে মন্দ হয় না।

আজকেও আমরা ওয়ার্ড প্রসেসিং-এ কাজ করব। কিন্তু আজকের কাজটি একটি খেলার মতো হবে।

নিচে কিছু ইনন্ট্রাকশন বা নির্দেশনা দেওয়া আছে, কম্পিউটারে একটি ফাইল তৈরি করে এই নির্দেশনাগুলো অনুসরণ করলে আমাদের ওয়ার্ডফাইলে কী পরিবর্তন হবে তা আমরা লিখব।

আমরা কম্পিউটারের এই খেলার মাধ্যমে WordProcessing-এর অনেক ‘Shortcut Key’ শিখে গিয়েছি। মজার ব্যাপার হলো, এই শর্টকার্ট-কী গুলোকে শুধু মাইক্রোসফট ওয়ার্ডপ্রসেসিং-এর কাজেই লাগবে না, অন্যান্য অনেক অ্যাপ্লিকেশনে কাজ করার সময়ও এসব ‘শর্টকার্ট-কী’ কাজে লাগবে।

Leave a Reply